1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

অ্যামেরিকায় কয়েদিদের জন্য দাবা খেলা চালু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ এপ্রিল, ২০১২
  • ১১৩ Time View

জেলখানার কয়েদিদের জীবন-আচরণ পরিবর্তনে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হলো দাবা খেলা৷ ইলিনয়েস-এর কাউন্টি জেলখানায় চালু হয়েছে এই খেলা৷ এর মাধ্যমে বন্দিদের সংশোধনের আশা করছেন দাবা বিশেষজ্ঞরা৷

দাবা খেলতে গিয়ে রাজা, রানি আর রাজ্যসভার অন্য সদস্যদের চাল নিয়ে ভাবতে ভাবতে জেলখানার বন্দিদশায় থাকা কয়েদিরা নিজেদের শুধু পেয়াদা হিসেবে না ভেবে বরং কিছুটা উন্নত মানুষ হিসেবে নিজেদের ভাবতে পারবে এমনই প্রত্যাশা ইলিনয়েস-এর কুক কাউন্টি শেরিফ ডার্টের৷ কয়েদিদের জন্য দাবা খেলার কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ‘‘প্রায়ই দেখা যায় মানুষ কাজ করার আগে যথেষ্ট চিন্তা-ভাবনা করে না৷ কিন্তু এভাবে চিন্তা-ভাবনা না করে পদক্ষেপ নিলে তা দাবা খেলাতে যেমন বড় বিপর্যয় ডেকে আনে, তেমনি বাস্তব জীবনেও বড় ধরণের ক্ষতির মুখে ঠেলে দেয়৷”

তবে কয়েদিদের জন্য দাবা খেলা চালু করে শেরিফ ডার্ট বেশ সুনাম কুড়ালেও এ ব্যাপারে শেরিফকে প্রথম ধারণাটি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দাবা সমিতির সদস্য এবং দাবার শিক্ষক মিখাইল করেনম্যান৷ করেনম্যানের দাবা ক্লাবের সদস্যদের মধ্যে শেরিফ ডার্টের ছেলেরাও রয়েছে৷ ফলে এ বছরের শুরুতেই জেলখানায় দাবা খেলা চালুর বিষয়টি শেরিফ ডার্টকে বলেন করেনম্যান৷ অবশেষে চলতি সপ্তাহে তা বাস্তবে রূপ দিতে পেরেছেন কাউন্টি জেল কর্তৃপক্ষ৷ শেরিফের দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে ঐ জেলখানায় ১০০ জন কয়েদি দাবা খেলছেন৷ তবে শীঘ্রই দাবা খেলায় অংশগ্রহণকারীর সংখ্যা দেড়শ’ জনে উন্নীত হবে৷খবর : এপি

মার্কিন জেলখানায় দাবা খেলা চালুর প্রবক্তা করেনম্যান বলেন, ‘‘দাবা শিশুদের চিন্তাশক্তি বিকাশে ভূমিকা রাখে এবং এটা কয়েদিদেরও স্বাভাবিক জীবনে ফিরে আসতে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে৷” অ্যামেরিকার আর কোন জেলখানায় এমন কর্মসূচি চালু নেই বলেও মন্তব্য করেন করেনম্যান৷

কাউন্টি জেলে দাবা চালুর এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাবা খেলায় সাবেক বিশ্ব সেরা আনাতোলি কারপভ৷ কয়েদিদের জন্য দাবা খেলা চালু করায় তিনি শেরিফ ডার্ট এর ভূয়সি প্রশংসা করেন৷ তিনি জানান, ‘‘রাশিয়ার জেলখানায় দাবা খেলার কর্মসূচি আমরা প্রায় ১৫ বছর আগে চালু করেছিলাম এবং এখন রাশিয়ার কয়েদিদের জন্য দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ