মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টের বিরুদ্ধে গোপনে তহবিল নেওয়ার অভিযোগ উঠেছে। খবর বিবিসির।
আইনজীবী শেরহি লেশচেঙ্কো জানিয়েছেন, তার কাছে এ বিষয়ের যথেষ্ঠ প্রমাণ রয়েছে। তার অভিযোগ ২০০৯ সালে রুশপন্থি একটি পার্টির কাছ থেকে সাড়ে সাত লাখ ডলার নিয়েছিলেন ম্যানাফোর্ট। ওই অর্থ তিনি লুকানোর চেষ্টা করেছেন।
তবে মেনাফোর্টের এক মুখপাত্র এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। ম্যানাফোর্ট ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উপদেষ্টা ছিলেন। নগদ কোনো অর্থপ্রাপ্তির কথা অস্বীকার করেছেন তিনি।
২০১৪ সালে ইউক্রেইনে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ।