1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

ভেঙে যাচ্ছে কারিশমার সংসার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ এপ্রিল, ২০১২
  • ৯৮ Time View

ভেঙে যাচ্ছে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের ৯ বছরের সংসার। ঠিক যে মুহূর্তে দীর্ঘদিনের বিরতি শেষে বলিউডে কামব্যাক ঘটতে যাচ্ছে, ঠিক সেই সময়েই ঘর ভাঙতে যাচ্ছে গুণী এ অভিনেত্রীর। ইতিমধ্যে স্বামী সঞ্জয় কাপুরের ঘর ছেড়ে চলে এসেছেন তিনি। গত প্রায় ২ বছর ধরে সঞ্জয়ের সঙ্গে কারিশমার সম্পর্ক ভাল যাচ্ছে না। এ নিয়ে বেশ কয়েকবার সংবাদও প্রকাশ হয় বিভিন্ন মিডিয়ায়। কিন্তু দুই পরিবারের হস্তক্ষেপে কোন রকমে সামলে ওঠে সঞ্জয়-কারিশমার সম্পর্ক। কিন্তু এবার আর কারও হস্তক্ষেপে দমেননি কারিশমা। নিজেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন সঞ্জয়কে ডিভোর্স দেয়ার। কিছুদিনের মধ্যেই সঞ্জয়কে ডিভোর্স দিতে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে তাই আইনজীবীর শরণাপন্নও হয়েছেন । ডিভোর্সের কারণ হিসেবে কারিশমা দায়ী করেছেন সঞ্জয়ের বেপরোয়া জীবনকে। বিভিন্ন তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সঞ্জয়কে আবিষ্কার করেছেন তিনি। দীর্ঘদিন বেশ কয়েকজন নারীর সঙ্গে সঞ্জয়ের অবৈধ সম্পর্ক চলে এলেও এতদিন উপযুক্ত প্রমাণ দিতে পারেননি কারিশমা। নিজের চোখে দেখার পরই সঞ্জয়ের বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তাকে ডিভোর্স দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কারিশমার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, খুব বেশি সময়ও নিতে চান না কারিশমা। সঞ্জয়কে কিছুদিনের মধ্যেই ডিভোর্স দেবেন তিনি। এরপর সন্তান এবং নতুন ছবি ‘ডেঞ্জারাস ইশক’ নিয়েই নতুন জীবন শুরু করবেন। উল্লেখ্য, সঞ্জয়ের সঙ্গে বিয়ের আগে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক ছিল কারিশমার। তবে এক বছরের সেই সম্পর্ক ২০০৩ সালের ফেব্রুয়ারিতে ভেঙে যায়। একই বছরের শেষের দিকে স্বনামধন্য ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কারিশমার। ২০০৫ সালে একটি কন্যা ও ২০১০ সালে একটি পুত্র সন্তান সন্তানের জননী হন কারিশমা। প্রায় ৯ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে সঞ্জয়কে কারিশমার ডিভোর্স দেয়ার মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ