1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

অ্যাসাঞ্জের হ্যাকার জীবন নিয়ে চলচ্চিত্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২
  • ১০০ Time View

সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ভিন্ন ধারার ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের কৈশোর ও তরুণ বয়সে হ্যাকিংয়ের নানা কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে।

সিনেমায় এমি অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেতা অ্যান্থনি লাপাগলিয়া একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন যিনি তরুণ হ্যাকার অ্যাসাঞ্জকে খুঁজছেন।

গোল্ডেন গ্লোব বিজয়ী অভিনেত্রী র‌্যাচেল গ্রিফিথস অ্যাসাঞ্জের মায়ের চরিত্রে অভিনয় করছেন। আর অ্যাসাঞ্জ চরিত্রে অভিনয় করছেন চলচ্চিত্র জগতে নতুন আগত অ্যালেক্স উইলিয়ামস।

টেলিভিশনে প্রদর্শনের জন্য নির্মিতব্য সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘আন্ডারগ্রাউন্ড’। এটি প্রযোজনা করছে অস্ট্রেলিয়ার টিভি স্টেশন ‘নেটওয়ার্ক টেন’ এবং বিশ্বব্যাপী পরিবেশনের দায়িত্ব নিয়েছে এনবিসিইউনিভার্সাল।

‘আন্ডারগ্রাউন্ড’ সিনেমাটি কিশোর অ্যাসাঞ্জের নেতৃত্বে গঠিত গোপন হ্যাকার গ্রুপের কার্যক্রমের বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে। ৮০’র দশকের প্রথম ও শেষ দিকে এই গ্রুপটি গুরুত্বপূর্ণ কিছু সামরিক ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নিরাপত্তা ভেঙে তথ্য চুরি করে। মেলবোর্ন ভিত্তিক ওই হ্যাকার গ্রুপটি যখন তাদের হ্যাকিং অভিযান শুরু করে তখন অ্যাসাঞ্জ সবে কিশোর বয়সী।

সিনেমাটির নির্বাহী প্রযোজক রিক মেইয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘জুলিয়ান অ্যাসাঞ্জের ব্যাপারে যে কারো নিজস্ব মতামত থাকতে পারে। এই সিনেমাটিতে এমন কিছু গভীর তথ্য উঠে আসবে যাতে ‘অ্যাসাঞ্জ কে?, কীভাবে তিনি আমাদের সময়ের সবচে আলোচিত ব্যক্তিতে পরিণত হলেন?’ এসব প্রশ্নের জবাব মিলবে।’

গত কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের স্পর্শকাতর নথিপত্র এবং তারবার্তা উইকিলিকসে ফাঁস করে দেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেন অ্যাসাঞ্জ। এ সময়ই রাতারাতি বিখ্যাত হয়ে যান তিনি।

উল্লেখ্য, অস্ট্রেলীয় বংশোদ্ভূত জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিকস প্রতিষ্ঠা করেন ২০০৬ সালে। সরকারের ‘গোপনীয়’ তথ্য জনসাধারণের সামনে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে বিশ্বের সরকারগুলোর মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আরো বেশি খোলামেলা হতে বাধ্য করার উদ্দেশ্যে ভিন্ন ধারার এ ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করেন তিনি।

২০১০ সালে এই ওয়েবসাইটটি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তারবার্তা প্রকাশ করতে থাকে।

অ্যাসাঞ্জ সুইডেনে দুই নারীকে যৌন হয়রানির অভিযোগে লন্ডনে আটক হওয়ার পর বর্তমানে জামিনে মুক্ত আছেন। ওই অভিযোগে সুইডেনে বিচারের জন্য লন্ডন আদালতের প্রত্যর্পণ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে লড়ছেন তিনি। অ্যাসাঞ্জের দাবি, এসব অভিযোগ মিথ্যা এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।

হ্যাকার জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে নির্মিতব্য ‘আন্ডারগ্রাউন্ড’ সিনেমাটির আগামী সপ্তাহ থেকে মেলবোর্নে শ্যুটিং শুরু হবে। এ বছরের দ্বিতীয়ার্ধে সিনেমাটি টেলিভিশনে প্রচারের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ