1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৬৯ Time View

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে: মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং এরপর প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বাজতে থাকে মহান একুশের কালজয়ী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ এর যন্ত্রসংগীত। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও মন্ত্রিপরিষদের সদস্য ও দলের শীর্ষ নেতাদের নিয়ে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

রাত ১১টা ৪৯ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ সময় তাকে স্বাগত জানান।

১১টা ৫২ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রপতি পৌঁছালে তাকে প্রধানমন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত জানান।প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবেও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ছবি: পিআইডিরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনার প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার পর একে বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় প্রধান রওশন এরশাদ।

এরপর ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, ঢাকার দুই মেয়র, সেনা, নৌ, বিমান বাহিনীর প্রধানবৃন্দ, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরগ ব্রেন্ডকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ১৪ দলের পক্ষ থেকে শীর্ষ জোটের নেতৃবৃন্দ, পুলিশ পরিবারের পক্ষ থেকে এর মহাপরিদর্শক একেএম শহীদুল হক, ভারতীয় হাইকমিশন, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা।

রাষ্ট্রীয় প্রটোকল ‍অনুযায়ী শীর্ষ কর্মকর্তা-নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সর্বস্তরের জনতার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় ফুল নিয়ে জনতার ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ