1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

৩০ কোটি রূপি পারিশ্রমিক দাবি অজয় দেবগনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ এপ্রিল, ২০১২
  • ১৩১ Time View

বলিউড ফিল্মডোমে ইদানিং অনেক সেলিব্রিটিই পারিশ্রমিকের অংকটা দ্বিগুণ হাঁকাচ্ছেন। এই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছেন অজয় দেবগন। পরিচালক ইন্দ্র কুমারের নতুন ছবিতে অভিনয়ের জন্যে তিনি ৩০ কোটি রূপি পারিশ্রমিক দাবী করেছেন।

বলিউডের বিখ্যাত খানদের পাশাপাশি অজয় দেবগনও বলিউড ফিল্মডোমে নিজের অবস্থান ধরে রাখার জন্যে সমানতালে দৌড়ে চলেছেন। বক্স অফিসে তার হিট ছবির সংখ্যাও কম নয়। গেল বছরের ‘সিঙ্গাম’ ছবিটি ব্লক-ব্লাস্টার হিট করে। সেই ছবির পর অজয় এবার নিজের পারিশ্রমিকের পরিমানটাও বাড়িয়ে দিয়েছেন। আগের তুলনায় এখন তিনি দ্বিগুন পারিশ্রমিক দাবি করছেন।

২০১০ সালে মুক্তি প্রাপ্ত ‘গোলমাল থ্রি’ ছবিতে অভিনয়ের জন্য অজয় ৫ কোটি রূপি নেন। আর  গতবছরের ব্লক-ব্লাস্টার হিট ছবি ‘সিঙ্গাম’ এর জন্যে পারিশ্রমিক নেন ১৫ কোটি রূপি। বলিউডে অজয়ের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পরিচলকদের কাছেও তার গ্রহনযোগ্যতাওবেড়ে গেছে অনেকখানি। তাই দ্বিগুন পারিশ্রমিকেও অজয়কে নিয়ে কাজ করতে এখনও অনেক নির্মাতাই আগ্রহী। পরিচালক ইন্দ্র কুমারও তার নতুন ছবিতে অজয়ের দাবী মেনে নিয়ে ৩০ কোটি রূপি পারিশ্রমিক দিতে রাজী হয়েছেন।
অজয় দেবগনকে নিয়ে এটাই প্রথম ছবি নয় পরিচালক ইন্দ্র কুমারের। এর আগে ‘ইশক‘ছবিতে আর ‘মাস্তি‘ ছবিতে অজয়কে নিয়ে কাজ করেন তিনি।

অজয় দেবগন এ সময়ের ব্যস্ত নায়কদের মধ্যে একজন। রোহিত শেট্টির ‘বোল বচ্চন’, অশ্বিনি ধেরের ‘সান অফ সর্দার’ ও ‘ প্রিয়দর্শণ’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ে চুক্তিবদ্ধ আছেন তিনি। তাই পারিশ্রমিকে পরিমানটা দ্বিগুন হওয়ায় মোটেও অবাক হননি বলিউড ভক্তরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ