1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

মঞ্জুর কাদেরের বিরুদ্ধে মানহানীর মামলা করছে বিসিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২
  • ৮৩ Time View

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুরুল কাদেরের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত হয়।

যদিও সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি উল্লেখ করেনি। নাম গোপন রাখার শর্তে একজন পরিচালক জানান, মঞ্জুর কাদের বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল এবং পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুলকে নিয়ে একটি সংবাদপত্রকে সম্প্রতি যে অশালীন বক্তব্য দিয়েছেন তা নিয়ে বোর্ড পরিচালকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। সে জন্য আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত।

বিসিবি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আইনজীবীর সঙ্গে কথা হয়েছে। বিসিবির আইনজীবী বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন।’

মঞ্জুর কাদেরও বলছেন তিনি আইনি পথে বিসিবিকে জবাব দেবেন। রোববার বিদেশে যাওয়ার আগে মোবাইলফোনে তিনি বলেন, ‘আমি যে কথাগুলো বলেছি তা মিথ্যা নয়। কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি বক্তব্য দেইনি। ব্যক্তির বিরুদ্ধে সত্য কথা বলেছি। এখন তারা যদি আইনি পথে হাঁটে আমি তার জবাব আদালতে দেবো।’

তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডকে তারা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছে। এটা তো হতে পারে না। আমার মনে হয়, ভুল কিছু বলিনি।’

জরুরী সভায় আক্ষেপ করছিলেন বিসিবি সভাপতি, ‘একজন মানুষ এতটা অশালীন মন্তব্য করে কি করে। আমার সন্তান আছে। নাতি আছে। আত্মীয়-স্বজন আছে তারা কি ভাববে। আমাদের সামাজিক এবং পারিবারিক দিকটিও কি তারা দেখবে না?’

এর পর আবেগপ্রবণ হয়ে পড়েন সভায় উপস্থিত কর্মকর্তারা। আপত্তিকর কথাগুলো মনে করে কর্মকর্তারা শিউড়ে উঠেছেন বলে সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ