1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

টেলিহোমের নববর্ষ উদযাপন প্রস্তুতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২
  • ১৩৫ Time View

গত বেশ কয়েক বছর ধরে টেলিভিশন মিডিয়ার অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা-প্রযোজক ও কলাকুশলীদের নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান টেলিহোম উদযাপন করছে বাংলা নববর্ষ। সেই ধারাবাহিকতায় এবারও টেলিহোম প্রস্তুতি নিচ্ছে বাংলা নববর্ষ বরণের জন্য।

বাংলা নববর্ষ উপলক্ষে প্রতিবারের মত এবারও টেলিহোম-এর কর্ণধার আলী বশির আয়োজন করতে যাচ্ছেন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘পহেলা বৈশাখ’। দীর্ঘ ১৭ বছর ধরে ধারাবাহিকভাবে মিডিয়ার মানুষদের নিয়ে এই আয়োজনটি করে আসছে টেলিহোম।

বৈশাখের প্রথমদিন সকাল ১০টা থেকে বিকাল ৫ পর্যন্ত চলা এই অনুষ্ঠানে টেলিভিশন, সঙ্গীত, চলচ্চিত্র অঙ্গনের সব তারকারাই হাজির  হয়ে থাকেন।

এখানে বৈশাখের আমেজ নিয়ে সারাদিন  হৈ- হুল্লোড় করে দিন কাটান সবাই । অনুষ্ঠানে থাকে গান, নাচ ও খাওয়া-দাওয়ার আয়োজন। সবকিছুতেই থাকে বৈশাখী ও বাঙালিয়ানার আমেজ। বিনিময় হয় সবার অনুভূতির।

এবারের আয়োজনে থাকছে খানিকটা ভিন্নতা, জানালেন আলী বশির। তিনি বলেন, ‘আমাদের  প্রতিবারের আয়োজনের মতো এবারও থাকবে গান-নাচ আর মজার মজার খাওয়া। তবে এবারের ব্যতিক্রম হলো, আমাদের বৈশাখ বরণ অনুষ্ঠানে এবার  রঙ-এর সৌজন্যে নারী তারকাদের একটা করে শাড়ি দেয়া হচ্ছে। সেই শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হবে সবাই। গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। আর খাওয়ার আইটেম  এবার আমরা পান্তা ইলিশের পাশাপাশি গরম ভাতেরও আয়োজন করছি । এছাড়া বিভিন্ন রকমের পিঠা, মিষ্টি,খই,দইসহ আরো নানা রকমের খাবার থাকবে।’

টেলিহোম আয়োজিত বর্ষবরণের এই অনুষ্ঠানে শুধুমাত্র  মিডিয়া সংশ্লিষ্ট লোকজনই অংশ নিতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ