1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

চ্যানেল আই-সুরের ধারার আয়োজনে ‘হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২
  • ২৫১ Time View

হাজারও বাঙালির কণ্ঠে বাংলার নতুন বছরকে বরণ করতে চ্যানেল আই ও সুরের ধারা আয়োজন করেছে ‘হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ’ অনুষ্ঠান। দেশ-বিদেশের হাজারও কণ্ঠশিল্পীর উপস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পহেলা বৈশাখে আয়োজন করা হবে এ অনুষ্ঠানের। ভোর থেকে বেলা ২টা পর্যন্ত এ অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে।
‘হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ’ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বরেণ্যশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফেরদৌস আরা, কনকচাঁপা, সৈয়দ আব্দুল হাদী, কিরণ চন্দ্র রায়, রফিকুল আলম, আবিদা সুলতানা ও আইয়ুব বাচ্চু এ অনুষ্ঠানে অংশ নিবেন।

শিল্পীদের কন্ঠে বর্ষবরনের পাশাপাশি আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। মেলায় থাকবে বাঙালির হাজার রছরের ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো স্টল। স্টলগুলোর মধ্যে রয়েছে পিঠা-পুলি, মাটির তৈরী তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট ও পাটজাত দ্রব্যের নানা জিনিসপত্রসহ রকমারি পণ্যের স্টল।

এছাড়াও চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সুরের ধারা আয়োজিত বর্ষ বিদায় ও বর্ষবরণের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টায়। এ অনুষ্ঠানটিও সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ