1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’ এবার সিনেপ্লেক্সে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১২
  • ১২৯ Time View

বিশ্বখ্যাত ঔপন্যাসিক আলেকজান্ডার দ্যুমার ক্ল্যাসিক উপন্যস ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’। এই চিরায়ত উপন্যাস নিয়ে যুগে যুগে তৈরি হয়েছে একাধিক ছবি। ১৯৪৮, ’৭৮ ও ’৯৩ সালে থ্রি মাসকেটিয়ার্স নিয়ে তিনটি ছবি নির্মাণ করা হয়। ২০১১ সালে এই কাহিনী নিয়ে হলিউডের নির্মাতা পল এন্ডারসন তৈরি করেন আরেকটি ছবি, যা সেই বছর অক্টোবরে যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে মুক্তি পায়। ৭৫ মিলিয়ন ডলার বাজেটের এ ছবিটি মুক্তির পর থেকে এযাবৎ আয় করে ১৩২ মিলিয়ন ডলার।  ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’ ছবিটি এবার মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে ৬ এপ্রিল শুক্রবার ।

চলচ্চিত্রকার পল অ্যান্ডারসন ছেলেবেলায় বাবার সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে প্রথম যে ছবিটি দেখেছিলেন সেটি ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’। এরপর থেকে একজন মাসকেটিয়ারের মতোই খেলার মাঠের চতুর্দিকে ঘুরে বেড়াতেন পল আর লোকজনকে লাঠি দিয়ে গুঁতো দিতেন। ছোটবেলায় মাসকেটিয়ার্স মুগ্ধ সেই অ্যান্ডারসনের হাতেই একসময় নির্মিত হয় ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’-এর নতুন সংস্করণটি।

আলেক্সান্ডার দ্যুমার লেখা বই ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’ অবলম্বনে নির্মিত এ ছবিতে মূল বইয়ের তিন চরিত্র এথোস, প্রোথোস ও এরামিস চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে ম্যাথু ম্যাকফাডেন, রে স্টিভেনসন এবং লুক ইভানসন। নতুন ছবিতে মাসকেটিয়াররা ভিন্নরূপে এসেছেন। তবে মূল গল্পের আবেদনের কোনো পরিবর্তন হয়নি। এমনকি ভিজ্যুয়াল ইফেক্টস প্রয়োগের ক্ষেত্রেও গল্পের মূল ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়েছে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে। এছাড়াও ছবির অ্যাকশন দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে রোমাঞ্চকরভাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ