1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

চক্রান্তকারীকে খুঁজে বের করা হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭
  • ৯৫ Time View

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বইয়ে ছোটখাটো ভুল থাকতে পারে। কিন্তু এবারের মতো ভুল কোনোভাবে মেনে নেয়া যায় না। এর পেছনে যদি কোনো চক্রান্তকারী থেকে থাকে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। চক্রান্তকারীকে খুঁজে বের করা হবে।

ভবিষ্যতে নির্ভুলভাবে বই ছাপানোর কাজ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হবে জানিয়ে তিনি কখনোই শতভাগ নির্ভুল বই ছাপানো সম্ভব কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

মঙ্গলবার শিক্ষামন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এরই মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয় একটি তদন্ত কমিটিও গঠন করেছে। এরআগে অবশ্য এনসিটিবি নিজেদের ভুল পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে।

সারাবছর তৎপর যে শিক্ষা মন্ত্রণালয়, বছর শেষে পাঠ্যপুস্তকে এমন ভুল কী করে হলো- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এমন প্রশ্ন না করে আমাদের কাজে আপনারা সহযোগিতা করুন।’

ভুল যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু এই ভুলকে বড় করে না দেখে ছোট শিশুদের জন্য ভাল কী করা যায় সে বিষয়ে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পাঠ্যপুস্তক বইয়ের ভুল বেশি প্রচার হলে শিশুরা পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তাই ইতিবাচক সংবাদ প্রচারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

সুকুমার রায়ে ‘আদর্শ ছেলে’ কবিতার একাধিক লাইনেই ভুল ছাপা হওয়ায় মন্ত্রী দুঃখ প্রকাশ করেন। বলেন, যে এই কবিতা না জানেন তার পাঠ্যপুস্তক প্রস্তুতের সঙ্গে থাকার কোনো যোগ্যতাই তা নেই। এটা তার অযোগ্যতা। সে কবিতাটা না জেনেই পরিবর্তন করেছে।

এছাড়া বইয়ের অন্যান্য ভুল তুলে ধরে সেগুলো দ্রুত সংশোধনের আশ্বাস দেন মন্ত্রী। জানান, এই ভুলগুলো সংশোধন করে সকল পাঠ্যপুস্তকে সংযুক্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষামন্ত্রণালয়।

বই প্রণয়নে হেফাজতে ইসলামীর পরামর্শ আমলে নেয়া হয়েছে কি না- এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা ধর্ম, সংস্কৃতি ও সামাজিক বিষয়গুলো মাথায় রেখেই কারিকুলাম নির্বাচন করি। সেখানে হেফাজত ইসলামের পরামর্শ কি ছিল সেগুলো আমলে নেয়া হয়নি। বরং আমরা যুগের ধারাবাহিকতায় কালিকুলামে পরিবর্তন এনেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব রুহী রহমান, অতিরিক্ত সচিব মুফাদ আহমাদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ