1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

স্বাধীন আজওয়াদ রাষ্ট্র ঘোষণা করলো তুয়ারেগরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২
  • ৭৯ Time View

মালির উত্তরাঞ্চলীয় তুয়ারেগ বিদ্রোহীরা তাদের অধীনস্থ ভূখ-কে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি পশ্চিম আফ্রিকার রাষ্ট্র মালির বিস্তীর্ণ উত্তরাঞ্চলীয় এলাকা দখল করে নেয় তুয়ারেগরা। শুক্রবার এই অঞ্চলকেই স্বাধীন আজওয়াদ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তুয়ারেগরা।

মালির উত্তরাঞ্চলের তুয়ারেগ অধ্যুষিত এলাকাকে নিয়ে স্বাধীন আবাসভূমি গঠনের সংগ্রামে লিপ্ত ন্যাশনাল মুভমেন্ট ফর দি লিবারেশন অব আজওয়াদ বা এমএনএলএ এক বিবৃতিতে এই স্বাধীনতা ঘোষণা করে বলেছে তারা প্রতিবেশী দেশগুলোর সীমান্তকে সম্মান দেখিয়ে চলবে।

এর আগে বৃহস্পতিবার এমএনএলএ এক বিবৃতিতে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। মালির লড়াই বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহবানের পরই তারা যুদ্ধবিরতির এই ঘোষণা দেয়। তবে অধিকৃত ভূখন্ডের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধ পরিকর বলেও বিবৃতিতে জানানো হয়।

শুক্রবারে নিজস্ব ওয়েবসাইটে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের ঘোষিত রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহবান জানায় তুয়ারেগরা।

এমএনএলএ গঠিত হয় ২০১১ সালে। তবে এর আগে থেকেই বিচ্ছিন্ন ভাবে তুয়ারেগরা এই অঞ্চলে একটি স্বাধীন আবাসভূমি গঠনের জন্য লড়াই করে আসছিলো। তবে অনেকের ধারণা লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির পক্ষে লড়াইরত তুয়ারেগ যোদ্ধারাই পরবর্তীতে এমএনএলএ গঠন করে। এই যোদ্ধারা ভারী অস্ত্রে ব্যাপকভাবে সজ্জিত বলে জানায় সংবাদমাধ্যম।

এদিকে জাতিসংঘ তুয়ারেগ যোদ্ধাদের মধ্যে অবস্থান করা আনসার দ্বিন গ্রুপের ব্যাপারে সর্তক করে দিয়ে বলেছে এই গ্রুপটি আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট। তবে এমএনএলএ এই ধরনের কোন গ্রুপের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ