1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

জানুয়ারিতে মুক্তি পাচ্ছে চার ছবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ১৬১ Time View

চলতি বছরের প্রথম মাসে কয়েকটি ছবি মুক্তি দেয়ার জন্য তোড়জোড় চলছে। এফডিসি ও কাকরাইল পাড়ায় আকাশের মতোই রং বদল ঘটছে। কখনো মেঘ, কখনো রোদ্দুর! ছবি মুক্তি নিয়ে তৈরি হচ্ছে নানারকম শঙ্কা।

তবে অনেকগুলো ছবির মধ্যে এই জানুয়ারিতে চারটি ছবি মুক্তি পাচ্ছে বলে চূড়ান্ত খবর পাওয়া গেছে। ছবি চারটি হচ্ছে ‘মাস্তান ও পুলিশ’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘তুখোড়’, ‘ভালোবাসা এমনই হয়’।

মাস্তান ও পুলিশ
আগামী ৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে রকিবুল আলম রকিব পরিচালিত ‘মাস্তান ও পুলিশ’ ছবিটি। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কাজী মারুফ। তার বিপরীতে আছেন বিন্দিয়া কবির। ছবির চিত্রনাট্য লিখেছেন কাজী হায়াৎ। তিনিও এই ছবিতে অভিনয় করেছেন। এক পুলিশ ও মাস্তানের কর্মকাণ্ড নিয়ে গড়ে উঠেছে এ ছবির গল্প। গল্পের উপজীব্য থেকে বোঝাই যাচ্ছে, দর্শকরা কি দেখতে পাবেন এই ছবিতে!

কত স্বপ্ন কত আশা
ওয়াকিল আহমেদের পরিচালনায় আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী এবং চিত্রনায়িকা পরীমনি। রোমান্টিক ও অ্যাকশন ঘরানার এই ছবিতে বাপ্পী-পরী ছাড়াও অভিনয় করছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, ডিজে সোহেল ও শতাব্দী ওয়াদুদ প্রমুখ। নির্মাতা ওয়াকিল আহমেদ কিছুদিন আগে জানিয়েছিলেন, তার এই ছবিতে দর্শকরা পরীমনির মধ্যে শাবানাকে খুঁজে পাবেন! এখন দেখার অপেক্ষা আদৌ পরীমনির মধ্যে শাবানাকে পাওয়া যাবে, নাকি বরাবরের মতো সে ফ্লপ করবেন!

তুখোড়
এরআগে কয়েকবার মুক্তির কথা শোনা গেলেও মুক্তি পায়নি; তবে ২০ জানুয়ারি ‘তুখোড়’ নিশ্চিত মুক্তি পাবে জানিয়েছেন নির্মাতা মিজানুর রহমান লাবু। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, কলকাতার রাতাশ্রী দত্ত, আলীরাজ, শিমুল খান, বাপ্পারাজ প্রমুখ। ছবিটির মুক্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় অংশ নিচ্ছেন ছবির নির্মাতা-কলাকুশলীরা। আশা করা যাচ্ছে, ছবিটি দর্শকদের জন্য দারুণ কিছু বয়ে আনবে।

ভালোবাসা এমনই হয়
অভিনেত্রী তানিয়া আহমেদের প্রথম নির্মিত চলচ্চিত্র ‘ভালোবাসা এমনই হয়’ মুক্তি পাচ্ছে ২৭ জানুয়ারি। শতকরা ৮০ ভাগ লন্ডনে চিত্রায়িত এ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ছবিতে অভিনয় করেছেন- বিদ্যা সিনহা মিম, সাজ্জাদ, মীর সাব্বির, তানজিকা আমিন, মিশু সাব্বির, রবার্ট ইয়ং, সোহেল খান, তারিক আনাম খান প্রমুখ। কাহিনি, সংলাপ ও রচনায় রায়হান খান এবং নৃত্য, চিত্রনাট্য, পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। কিছুদিন আগে ছবির গান প্রকাশ পেয়েছে। একইসঙ্গে ছবিটির পোস্টার প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ