1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

মন্দাকিনীর চরিত্রে সোনাক্ষি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২
  • ১৩৩ Time View

বলিউড দাবাঙ গার্ল সোনাক্ষি সিনহা এবার বলিউডের প্রাক্তন নায়িকা মন্দাকিনীর চরিত্রে অভিনয় করবেন। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আর কারিনা কাপুরকে বাদ দিয়ে বালাজি মোশন পিকচারের প্রযোজনায় ‘ওয়ানস আপুন ইন টাইম’ ছবির সিক্যুয়েলের মন্দাকিনীর চরিত্রের জন্যে চুড়ান্ত হয়েছেন সোনাক্ষি সিনহা।

‘ওয়ানস আপুন এ টাইম ইন মুম্বাই টু ’ ছবির প্রডাকশন হাউজের এক বিশ্বস্ত সূত্র জানায়, ছবিতে কিছুটা অন্তরঙ্গ দৃশ্য থাকায় দাউদ ইব্রাহিমের গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয়ে আপত্তি জানিয়েছিলেন সোনাক্ষি। পরিচালক পরে সেই দৃশ্যগুলো ছবির স্ক্রিপ্ট থেকে বাদ দিলে সোনাক্ষি সম্মতি জানান।

আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের চরিত্রের উপর ভিত্তি করে পরিচালক মিলন লুথারিয়া নির্মাণ করছেন ‘ওয়ানস আপুন এ টাইম ইন মুম্বাই’ ছবির সিক্যুয়েল। প্রথম ছবিতে ডন চরিত্রে অজয়কে দেবগন থাকলেও এবারের ছবিতে ডনের চরিত্রে অভিনয় করবেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। অন্যদিকে মন্দাকিনীর চরিত্রটির দায়িত্ব দিয়েছেন সোনাক্ষির হাতে। ‘সোয়েব’ নামের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। আর ‘ইয়াসমিন’ নামের চরিত্রে দেখা যাবে সোনাক্ষিকে। এ ছবিতে অক্ষয়ের প্রতিদ্বন্দ্বীতায় আরো দেখা যাবে বলিউড ইয়ংক্রেজ ইমরান খানকে।

অক্ষয়-সোনাক্ষি জুটির তৃতীয় ছবি হবে ‘ওয়ানস আপুন এ টাইম ইন মুম্বাই টু’। এর আগে শিরিশ কুন্দারের পরিচালনার ‘জোকার’ ও প্রভু দেবার ‘রওডি রাথোদ’ ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন তারা। যদিও ছবি দুইটি এখনো মুক্তির অপেক্ষায় আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ