মিরপুর থেকে: চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেল রাজশাহী কিংস। ১১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় ড্যারেন স্যামি বাহিনী। ৬৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জেমস ফ্রাঙ্কলিন। এর আগে পাঁচ উইকেট নিয়ে চিটাগংয়ের ইনিংসকে বড় হতে দেননি অভিষিক্ত স্পিনার আফিফ হোসেন।
প্রথমে ব্যাট করে চিটাগং নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১১ রান করে। এ ম্যাচ জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিনে চলে এলো রাজশাহী। তবে হারলেও দ্বিতীয় অবস্থানেই রয়েছে চিটাগং।