মিরপুর থেকে: বিপিএলের শেষদিকে এসে ছন্দ খুঁজে পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিকার এবার খুলনা টাইটান্স! মাশরাফিদের টানা তিন জয়ের বিপরীতে টানা তিন হারে খুলনার প্লে-অফ নিশ্চিতের অপেক্ষাটাও বাড়লো। মারলন স্যামুয়েলসের ৬৯ রানের অপরাজিত ইনিংসে ১৪২ রানের লক্ষ্যটা পাঁচ উইকেট ও আট বল হাতে রেখেই টপকে গেছে কুমিল্লা।
ম্যাচ সেরা স্যামুয়েলসকে যোগ্য সঙ্গ দেন লিটন দাস। এ তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ১১ বলে ২৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ক্যারিবীয় ব্যাটিং জিনিয়াসের ব্যাট থেকে ছক্কা মিস করেন দর্শকরা। ৮টি চারের সাহায্যে তিনি দুর্দান্ত ইনিংসটি সাজান