1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

সৈয়দ বদরুদ্দিন স্মৃতি নাট্যোৎসব শুরু বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ১১৯ Time View

পদাতিক নাট্য সংসদের সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দিন হোসাইনের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০১২’ শুরু হচ্ছে আগামী ৪ এপ্রিল বুধবার। ৬ দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

নাট্যোৎসবে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক পরিবেশিত হবে। এবারের নাট্যোৎসবে ভারতের অন্য থিয়েটার এবং বাংলাদেশের পদাতিক, আরণ্যক নাট্যদল ও প্রাঙ্গণে মোরসহ মোট ১২টি নাট্যেদল ১২টি নাটক মঞ্চস্থ করবে।

উৎসবে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মারক সম্মাননা প্রদান করা হবে।

সোমবার শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে নাট্যোৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদাতিক নাট্য সংসদের সহসভাপতি শেখ মোসলেহউদ্দিন রুমু। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সায়েম সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, সাংগঠনিক ও অর্থ সম্পাদক মেমিনুল হক দিপু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ