1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

চট্টগ্রামে ‘শেষ সংলাপ ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ১০১ Time View

স্বাধীনতার ৪০ বছর ও উত্তরাধিকার-এর এক দশক পূর্তি উপলক্ষে ‘উত্তরাধিকার, নাট্যচর্চার আলোকিত উত্তরাধিকার’ শিরোনামে ভারতীয় হাই কমিশন, চট্টগ্রামের সহযোগিতায় আগামী ৫ থেকে ১২ এপ্রিল ২০১২ পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী নাট্য উৎসব। উৎসবে আগামী ০৬ এপ্রিল, শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘শেষ সংলাপ’ নাটকটি পরিবেশন করবে নাট্যদল সময়। এ উপলক্ষে আগামী ০৫ এপ্রিল রাতে ২৫ সদস্যের একটি দল চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে দলসূত্রে জানা যায়।

মিশরের নাট্যকার তাওফিক আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। ‘শেষ সংলাপ’ নাটকের পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় কমল খালিদ, পোষাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন। এটি ‘সময়’ এর ২৯তম প্রযোজনা।

‘মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তাঁর পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ মৃত্যুকালে তিনি তাঁর মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুিক্ত দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে? আইনী পদ্ধতিতে অথবা অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবে সুলতান? এই সমস্যারই এক জটিল শিল্পিত রসায়ন শেষ সংলাপ।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আরিফুজ্জামান, ঈশিতা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, আনোয়ার, টিপু, মাসুম, দাউদ, সানি, বিপ্লব, রিংকু, মৌসুমী, সোনিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ