1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

ফোক ফেস্টে গাইবে তাপস অ্যান্ড ফ্রেন্ডস

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ১৭৮ Time View

19দ্বিতীয়বারের উপমহাদেশের সবচেয়ে বড় ফোক গানের উৎসব বসতে যাচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। এবারের ‘ফোক ফেস্ট’ শুরু হচ্ছে আগামী ১০ নভেম্বর থেকে, তিনদিন ব্যাপী চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

জমকালো এই আসরে দেশি বিদেশি বরেণ্য শিল্পীদের পাশাপাশি গাইবেন গানবাংলা চ্যানেলের কর্ণধার তাপস এবং তার ব্যান্ডদল ‘তাপস অ্যান্ড ফ্রেন্ডস’।

গানবাংলা হেড অব কমিউনিকেশ মোহাম্মদ আবদুল্লাহ জানান, ‘অতীতে অনেক বড় আয়োজনে গান পরিবেশন করলেও এবারই প্রথমবার লাইভে গাইবে ‘তাপস অ্যান্ড ফ্রেন্ডস’। সেকারণে তাদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে।’

তিনি আরো জানান, কিছু চমক নিয়ে ফোক ফেস্টে এই ব্যান্ডটি শ্রোতাদের চমক দেয়ার মতো কিছু গান পরিবেশন করবে।

আগামী ১২ নভেম্বর অর্থাৎ ফোক উৎসবের শেষের দিন মঞ্চে উঠবে তাপস অ্যান্ড ফ্রেন্ডস। তাপসের সঙ্গে মঞ্চে আরো থাকবেন বিশ্বের অনেক দেশের নামী সংগীত বাদকরা। সেখানে থাকবেন রাশিয়ার এনা, লাকভিয়ার মেলি বুবু ইয়াংকা, আমেরিকার জমি জর্জ, ভারতের মোহিনী দে ছাড়াও সর্বমোট ১৬ জন সদস্য।

এছাড়া তাদের সঙ্গে গাইবেন ঐশী এবং ইউন্ডোজ চেঞ্জের ‘বেহায়া মন’ খ্যাত শিল্পী চিশতী বাউল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ