1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

বাফেলো নায়াগ্রা ফিল্ম ফেস্টিভ্যালে ‘মেহেরজান’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ১০৮ Time View

যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে আগামী ১২ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বখ্যাত ‘বাফেলো নায়াগ্রা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ৬ষ্ঠ আসর । বিশ্¦ের বিভিন্ন দেশের বাছাইকৃত চলচ্চিত্র এ ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। বাংলাদেশ থেকে এই আসরে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে আলোচিত ছবি ‘মেহেরজান’।

১০দিন ব্যাপি বাফেলো নায়াগ্রা ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নির্মাতা, শিল্পী, কলাকুশলী, চলচ্চিত্র কর্মী ও দর্শকরা। ফেস্টিভ্যালে নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং আলোচনা-পর্যালোচনার আয়োজন থাকে। পাশাপাশি এতে প্রদর্শন করা হয় চলচ্চিত্র বিষয়ক প্রামাণ্যচিত্র ও ফিচার। বিশ্ব-চলচ্চিত্রে বিএনএফএফ-মূলত ছবির পরিচালকদের ফেষ্টিভ্যাল হিসেবে পরিচিত।

বাফেলো নায়াগ্রা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত ছবি, প্রামান্যচিত্র আর প্রতিবেদন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হয় পুরস্কার। আগামী ২১ এপ্রিল জুরি বোর্ডের রায়ে এবার এই পুরস্কার ঘোষনা করে হবে । ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল।

এবারের ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘মেহেরজান’ ছবিটি প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। ফেস্টিভ্যালে আরো প্রদর্শিত হবে ভারতের ‘আজব প্রেম এবং’, কানাডার ‘এ ওয়াক’,’মুন পযেন্ট’,’সুফি’, যুক্তরাষ্ট্রের ‘ডার্লি সি. সিলভা’, ‘ব্লাইন্ড টার্ন’,’দ্য কাস্টাম ম্যারি’, ‘জনিস্ গন’, অস্ট্রেলিয়ার ‘টেন টেরোরিস্ট’, ব্রেন্ডন কুলিটনের ‘ইফ আই সুড ফল’ ও অ্যামি দুজাইসকি জ্যানের ‘ কাজিয়াহ দ্য গট ওমেন’ সহ আরো অনেক। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের ‘দু কিংস’,’ টুয়েন্টি ফাইভ সেন্ট ফর লাভ’,’এ ডার্ক সাইড অফ হাসবেন্ড এন্ড ওয়াইফ’ এবং ‘ডিপারচার’ সহ আরো অনেক ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ