1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

করাচিতে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ১৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ১৮৭ Time View

14যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে পাকিস্তানে অন্তত ১৭ জন নিহত হয়েছে। হাসপাতালের কর্মকর্তারা বলছেন, এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ৪০ জন। বৃহস্পতিবার সকালে করাচির ল্যান্ডি রেলওয়ে স্টেশনে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রেলওয়ের বিভাগীয় সুপারিনটেনডেন্ট নাসির নাজির ডন নিউজকে বলেন, মুলতান থেকে জাকারিয়া এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে থাকা ফরিদ এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

সিন্ধু মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ও লেবার সিনেটর সায়িদ ঘানি বলেছেন, ভুলবশত পেছনের দিকে থেকে আসা ট্রেনটিকে রেলওয়ে কর্মকর্তারা সবুজ সংকেত দিয়েছিলেন। এরপরও ট্রেনটি স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনে আঘাত হেনেছে।

বার্তাসংস্থা এএফপিকে নাজির বলেন, উভয় ট্রেনে সহস্রাধিক যাত্রী ছিল। জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারের (জেপিএমসি) প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, হাসপাতালের মর্গে ১৭ মরদেহ আনা হয়েছে। এর আগে, ইধি ফাউন্ডেশনের ফয়সাল ইধি সংঘর্ষে ১২ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছিল।

ডন নিউজ বলছে, সংঘর্ষের কারণে ট্রেনের অন্তত দুটি বগি উল্টে গেছে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়,  সংঘর্ষে উভয় ট্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রেনের ধ্বংসাবশেষের নিচে অনেকেই আটকা পড়েছেন।

ঘটনাস্থলে উদ্ধারকারী দলের কর্মকর্তারা পৌঁছেছেন। ট্রেনের ধাতব ধ্বংসাবশেষ কেটে আটকে পড়াদের উদ্ধার করা হচ্ছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেয়া হচ্ছে। দেশটির রেলওয়ে মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক টুইটে ঘটনা তদন্তে স্বাধীন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ