1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

ড. মুহাম্মদ ইউনূসকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সম্মাননা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ৮১ Time View

11ক্ষুদ্রঋণের মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রেসিডেন্টস মেডেল পেয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে।

এতে বলা হয় গত ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের লিসনার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ড. ইউনূসের হাতে সম্মাননা তুলে দেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির  প্রেসিডেন্ট স্টিভেন ন্যাপ।

এ সময় তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের মতো ব্যক্তির হাতে সম্মাননা তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। তার উদ্ভাবিত ক্ষুদ্রঋণের ধারণা এখন বিশ্বের অন্তত ১০০টি দেশে ব্যবহার করা হচ্ছে। বিশ্বকে বদলানোর প্রত্যয় নিয়ে যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তাদের কাছে ড. ইউনূস হতে পারেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’

অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এ সম্মাননা আমার কাজকে আরো বেগবান করবে। আমি তরুণদের মধ্যে এই ধারণা দিতে চাই যে অসম্ভব বলে কিছু নেই। আমরা তিনটি বিষয় শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই। সেগুলো হলো—দরিদ্রতা, বেকারত্ব ও কার্বন নিঃসরণ।’

অনুষ্ঠানে এলিয়ট স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধীনে একটি বিশেষ কর্মসূচি শুরুর ঘোষণা দেওয়া হয়। এর আওতায় জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীদের গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ হিসেবে পাঠানো হবে।  সূত্র : জিডব্লিউটুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ