1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ নির্বাচনের তফসিলে তারিখ ছাড়াও যা যা থাকে ইসলামিক কর্মকাণ্ড না চললে মসজিদ থেকে লাভ নেই : ধর্ম উপদেষ্টা ৬ ঘণ্টা অবরুদ্ধ থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা তফসিল ঘোষণার পর আসিফ-মাহফুজের পদত্যাগপত্র কার্যকর হবে : প্রেসসচিব আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরবে : গয়েশ্বর মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭ সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ, অপেক্ষা তফসিলের জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন

আগামী নির্বাচনকে কেন্দ্র করেই আওয়ামী লীগের সকল কর্মকান্ড পরিচালিত হবে : শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
  • ১৫৭ Time View

pm.18ঢাকা, ২৩ অক্টোবর ২০১৬ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করেই এখন থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সকল কর্মকান্ড পরিচালিত হবে।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জয়ী হয়ে আমরা আবারো জনগণকে সেবা করার সুযোগ গ্রহণ করতে চাই এবং আমাদের সকল কর্মকান্ড এখন নির্বাচনকে কেন্দ্র করেই পরিচালিত হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে দলীয় কাউন্সিলে টানা অষ্টম বারের মত আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর সংক্ষিপ্ত ভাষণে একথা বলেন।
আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেষ হয়।
২০১৯ সাল নাগাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তাঁর দলকে নিয়ে নির্বাচনে কোন প্রশ্ন উঠুক -এটা কোনভাবেই কাম্য নয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কখনই চাইবো না- আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে কোন প্রশ্ন উঠুক। আমি চাই- আমাদের দল নির্বাচনে জয়ী হয়ে আবারো জনগণকে সেবার করার সুযোগ লাভ করুক।’
আওয়ামী লীগের মতো বৃহৎ একটি রাজনৈতিক দলের সভাপতির দায়িত্ব পালনকে গুরুদায়িত্ব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সম্পাদনে তিনি সচেষ্ট থাকবেন।
তিনি বলেন, ‘আপনারা আবারো আমার ওপর এই গুরুদায়িত্বটি অর্পণ করেছেন এবং আমি এই দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার ও নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব।’
দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী হিসেবে একইসঙ্গে দায়িত্ব পালন খুব কঠিন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আবারো আমাকে সেই কঠিন দায়িত্বই অর্পণ করেছেন এবং আমি সেটা গ্রহণও করেছি।’
প্রধানমন্ত্রী এ সময় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডগুলো অব্যাহত রাখতে চাই। এ বিষয়ে আপনাদের সহযোগিতা আমার একান্তভাবেই কাম্য।
প্রধানমন্ত্রী দেশ থেকে দারিদ্র্য দূরীকরণে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্ব-স্ব এলাকায় হতদরিদ্র জনগণের তালিকা প্রস্তুতের আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উল্লেখযোগ্য হারে দারিদ্র্য বিমোচনে সক্ষম হয়েছি। কিন্তুু আমরা একে শূণ্যের কোঠায় নামিয়ে আনতে চাই।…আমি এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে লক্ষে পৌঁছুতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, কেউ না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবে না, বিনা চিকিৎসায় কষ্ট পাবে না। আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ