1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ, বাধা নেই নির্বাচনে অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আসন পরির্বতনসহ দলীয় প্রার্থীও বদল করেছে বিএনপি বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই : তাসনিম জারা ইউক্রেন যুদ্ধ থামবে কি না, কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে: ট্রাম্প মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৭৮০ জন, জমা দেওয়ার শেষ দিন আজ নাহিদ ইসলামরা এভাবে প্রতারণা না করলেও পারতেন : আব্দুল কাদের এনসিপির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম মাকে বেঁধে মেয়েকে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

নগরবাসীর সমস্যা চিহ্নিত করে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান এলজিআরডি মন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ১৯৫ Time View

emhঢাকা, ১০ আগস্ট ২০১৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নগরবাসীর সমস্যা চিহ্নিত করে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা মহানগরীর নাগরিক সমস্যা সমাধানে বর্তমান সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
মন্ত্রী আজ গুলশানের কনকর্ড পুলিশ প্লাজা চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন অঞ্চলে সার্কুলার বাস সার্ভিস এবং সুবিন্যস্ত রিক্সা চলাচল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এ কে এম রহমতুল্লাহ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহিদুল হক, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহ্মাদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
মন্ত্রী বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। ঢাকার চার পাশের চারটি নদী খনন ও ঢাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হবে।
তিনি বলেন, এখন বৃষ্টি হলে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়, দুর্ভোগে পড়ে মানুষ, যানজটও বাধে। এই প্রকল্প শেষ হলে আর জলাবদ্ধতা থাকবে না।
তিনি বলেন, আগামী শুষ্ক মৌসুমে ঢাকায় সুপেয় পানির সমস্যা থাকবে না। এছাড়া ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ উৎস হতে পানি সংগ্রহ করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর ফলে শতকরা ৭০ ভাগ পানি ভূ-উপরিস্থ উৎস হতে সংগ্রহ করা হবে।
এর আগে মন্ত্রী ‘সার্কুলার বাস সার্ভিস’-এর উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ