1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

জাতীয় ঐক্য গড়ে তুলে সন্ত্রাসী জঙ্গি হামলার মোকাবেলা করতে হবে : রওশন এরশাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ১৬১ Time View

rawshanসংসদ ভবন, ১৯ জুলাই, ২০১৬ (বাসস) : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, সবাই মিলে-মিশে জাতীয় ঐক্য গড়ে তুলে সন্ত্রাসী-জঙ্গি হামলার মোকাবেলা করতে হবে।
তিনি আজ জাতীয় সংসদে গুলশানে হোলি আর্টিজান বেকারিতে (রেস্টুরেন্ট), শোলাকিয়া, পবিত্র মদিনা ও ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী জঙ্গি হামলায় ১৪৭ বিধিতে আনিত নিন্দা প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।
সরকারি দলের শেখ ফজলুল করিম সেলিম প্রস্তাবটি উত্থাপন করেন।
তিনি এসব ঘটনা শক্ত হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই গুলশান-শোলাকিয়ায় এ হামলা চালানো হয়েছে। একটি মহল দেশের বেকার শিক্ষিত ছেলেদেরকে বিপথগামী করায় উদ্বুদ্ধ (মোটিভেশন) করে এসব ঘটনা ঘটাচ্ছে। তিনি এ জন্য দেশে অধিক পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার যুবকদের কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। সাথে সাথে ছেলে-মেয়েদের খোঁজ-খবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘আমাদের সবাইকে মিলে-মিশে এ ঘটনার মোকাবেলা করতে হবে। দেশের প্রতি বিদেশীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ