1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ, বাধা নেই নির্বাচনে অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আসন পরির্বতনসহ দলীয় প্রার্থীও বদল করেছে বিএনপি বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই : তাসনিম জারা ইউক্রেন যুদ্ধ থামবে কি না, কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে: ট্রাম্প মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৭৮০ জন, জমা দেওয়ার শেষ দিন আজ নাহিদ ইসলামরা এভাবে প্রতারণা না করলেও পারতেন : আব্দুল কাদের এনসিপির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম মাকে বেঁধে মেয়েকে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে আইনের শাসন নিশ্চিত করতে হবে : রওশন এরশাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০১৬
  • ২৩৯ Time View

rawshanসংসদ ভবন, ৫ মে, ২০১৬ : সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করতে হবে।
তিনি আজ দশম জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, আইনের শাসনের পাশাপাশি স্বচ্ছতা-জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করতে হবে। এজন্য তিনি প্রশাসনের সব পর্যায়ে দায়িত্বশীলতা সৃষ্টি করতে হবে বলে উল্লেখ করেন।
তিনি সাংবাদিকদের জীবন মানোন্নয়নে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তাদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন করে তা কার্যকর করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
প্রায় সাড়ে ৪ কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বাস করছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এদের দারিদ্র্যের আবর্ত থেকে তুলে আনতে হবে। কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশী-বিদেশী বিনিয়োগ নিশ্চিত করতে হবে। আর বিনিয়োগ বাড়াতে আইনের শাসন নিশ্চিতের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।
তিনি কর্মসংস্থান সৃষ্টি করতে বন্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন কল-কারখানা দ্রুত চালুর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি জনশক্তি রপ্তানি বৃদ্ধির জন্য কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা দেশে শিশু ও নারী হত্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বলেন, এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিলে এ সব অপরাধ সংঘটন বন্ধ করা সম্ভব।
তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারকে বিরোধী দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার কথা ঘোষণা দেন।
তিনি যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান। তিনি খাদ্যে ভেজাল রোধে সংশ্লিষ্ট আইনের যথাযথ প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করেন।
রওশন এরশাদ ঢাকা শহরের যানজট নিরসনে যথাযথ ব্যবস্থা নেয়ার বিশেষ করে ফুটপাতে হকার বসতে না দেয়া, যত্রতত্র দোকানপাট, বাজার না বসানো এবং সড়কে নির্মাণ সামগ্রী রাখতে না দেয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ