1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে উপস্থাপন করেছেন চাষী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬
  • ৯০ Time View

1704সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সচেতনভাবে উপস্থাপন করেছেন চাষী নজরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে চাষী নজরুল ফাউন্ডেশনের আয়োজনে চাষী নজরুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বদরুদ্দোজা চৌধুরী  বলেন, চলচ্চিত্র তথা শিল্প ও সংস্কৃতির দায় মেটাতে চাষী নজরুলের মতো একজন মানুষ খুব দরকার।’

চাষী নজরুল ইসলামের সহধর্মিনী জ্যোৎস্না কাজী বলেন, চাষী নজরুল ইসলাম চারবার চলচ্চিত্র সমিতির সভাপতি ছিলেন, নির্মাণ করেছেন অনেক কালজয়ী চলচ্চিত্র। কিন্তু আজ তার স্মরণসভায় কাউকে দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক।

আয়োজক সংগঠনের সভাপতি জ্যোৎস্না কাজীর সভাপতিত্বে স্বরণসভায় আরো বক্তব্য রখেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সাঈদুর রহমান সাঈদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য ইউসুফ হায়দার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, কণ্ঠশিল্পী মনির খান  প্রমুখ।

এছাড়া চাষী নজরুল ইসলামের ভাই চাষী মফিজুল ইসলাম ও চাষী সিরাজুল ইসলাম বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ