1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

সাইকেল প্রতিযোগিতায় অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে দুই বাংলাদেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ১০৭ Time View

1604চার দিনব্যাপি আন্তর্জাতিক সাইকেল প্রতিযোগিতায় অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে দুই বাংলাদেশি। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেবেন প্রতিযোগিরা। এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের আট দেশের ৬০ প্রতিযোগী অংশ নিচ্ছেন।

রোববার জাতীয় প্রেসক্লাব মিলায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। আকিজ ফুড এন্ড বেভারেজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বিডি সাইক্লিস্ট ইফতেখার আলম তালুকদার এবং নিয়াজ মোর্শেদ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিঙ্গপুরের কিডনি ডায়ালিসিস ফাউন্ডেশনের সহযোগিতায় এ চ্যারিটি সাইকেল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রতিযোগিরা সাইকেল চালিয়ে কিডনি রোগীদের জন্য তহবিল সংগ্রহ করবেন। পরবর্তীতে কিডনি রোগিদের জন্য এ অর্থ ব্যয় করা হবে।

আকিজ গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মাইদুল ইসলাম বলেন, যুব সমাজের উন্নয়নে স্পিড কাজ করছে। আগামীতেও এ ধরনের আয়োজনের সঙ্গে স্পিড থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিযোগিতার সম্বয়ক এজাজ মাহমুদ, বিডি সাইক্লিস্টের মাহমুদ হাসান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ