1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনার ঘটনায় মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ৭৭ Time View

1599বঙ্গবন্ধু সেতুর উপর একাধিক দুর্ঘটনার ঘটনায় মামলা করেছেন। শনিবার রাত ১১টার দিকে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, ওই দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এরপর রাত ১১টার দিকে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা গাড়ি চালকদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। ২৭৯ এর ৩০৪ (গ) ধারায় এ মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে এ মামলা প্রতিবেদন জমা দেয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতুর উপর শনিবার সকালে ঘন কুয়াশার কারণে একাধিক সড়ক দুর্ঘটনায় মন্ত্রীপুত্রসহ ৭ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ৩০ জন। পাবনা থেকে ঢাকাগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেতুর ৩৯ নম্বর পিলারের নিকট পৌঁছে সামনে থাকা গরুভর্তি একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের ৪ যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ২০ জন।

অপরদিকে, এ ঘটনার পর সকাল সাড়ে ৯টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাঠ ভর্তি ট্রাককে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় ভূমিমন্ত্রী শামছুর রহমান শরীফ ডিলুর ছেলে শরীফ রানাসহ ৩ জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ