1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

ইইউকে কার্বন চার্জ দেবে না ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২
  • ৭৩ Time View

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কার্বন চার্জ আরোপের সিদ্ধান্ত ভারতের কোনো বিমান কোম্পানি মানবে না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী অজিত সিং।

এর আগে ইইউ ভারতের বিমান কোম্পানিগুলোকে তাদের বিমানের কার্বন নিঃসরণের বিস্তারিত তথ্য আগামী ৩১ মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ দেয়।

কিন্তু গত শুক্রবার মন্ত্রী পার্লামেন্টে স্পষ্ট জানিয়ে দেন, সরকারের অবস্থানের কথা বিবেচনা করে কোনো ভারতীয় বিমান কোম্পানি ইইউকে কার্বন নিঃসরণের বিস্তারিত তথ্য দেবে না।

গত মাসে চীনও একইভাবে ইইউ’র নির্দেশ প্রত্যাখ্যান করেছে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোও অবশ্য ইইউ’র এমন পরিকল্পনার ব্যাপারে আপত্তি তুলেছে। তারা এটাকে কার্বন-ডাই অক্সাইড গ্যাস নিঃসরণের ওপর কর আরোপের মতো বিষয় বলে মনে করছে। আর এ নির্দেশনা আন্তর্জাতিক আইন মেনে চলতে ব্যর্থ হবে বলে তাদের মত।

ইইউ জোর দিয়ে বলছে, ২০২০ সালের মধ্যে বিশ্বে কার্বন নিঃসরণে মাত্রা ২০ শতাংশ কমিয়ে আনতে চাইলে কার্বন চার্জ অপরিহার্য।

২০১১ সালের ডিসেম্বরে ইউরোপীয় বিচারিক আদালত এই সিদ্ধান্তকে আইনগতভাবে বৈধতা দিয়ে রায় দেয়।

ইইউ’র নির্ধারিত চার্জ অনুযায়ী, দূরপাল্লার ফ্লাইটগুলোকে ১৬ ডলার পর্যন্ত অতিরিক্তি খরচ করতে হবে। গত জানুয়ারিতে এই পরিকল্পনা নেওয়া হলেও বিমান কোম্পানিগুলোকে আগামী বছর পর্যন্ত কোনো চার্জ দিতে হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ