1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

আইপিএলে পুনে ওয়ারিয়র্সে খেলবেন তামিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মার্চ, ২০১২
  • ৫১৫ Time View

আইপিএলে পুনে ওয়ারিয়র্সে খেলবেন তামিম ইকবাল। তাদের মধ্যে পাকাকথা হলেও এখনো চুক্তি হয়নি। চলতি সপ্তাহে তা সম্পন্ন করবে।

তামিমের ঘনিষ্ট সূত্র জানায়, পুনে ওয়ারিয়র্স শনিবার তামিমকে নিশ্চিত করে। তাদের ওপেনার অস্ট্রেলিয়ান জেমস হোপস চোটাক্রান্ত হওয়ায় কপাল খুলে যায় তামিমের। তার জায়গাতেই সুযোগটা পেয়েছেন তিনি।

সম্মানি খুব বেশি না হলেও আইসিপিএলে খেলার সুযোগ হাতছাড়া করতে চান না বলেই রাজি হয়েছেন মারকাটারি ব্যাটসম্যান। বেশ কয়েকবার আইপিএলের নিমালে উঠলেও অবিক্রিতই থেকেছেন। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে টানা চার ম্যাচে অর্ধশতক (৬৪, ৭০, ৫৯ ও ৬০) হাঁকালে জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যানের ওপর নজর পড়ে পুনের।
পুনের মালিক শাহারা গ্রুপের একজন উর্ধ্বতন কর্মকর্তা অভিজিত জানিয়েছেন সোমবার তারা তামিমকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

এদিকের পুণের এক কর্মকর্তা ভারতের আনন্দবাজার পত্রিকাকে জানায়, ‘তামিমের সঙ্গে কথা হয়েছে আমাদের। তবে যেহেতু ও হোপসের বদলি হিসেবে আসছে, তাই তাকে নেওয়ার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই।’
তামিম ইকবালের মোবাইলফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি। শনিবার রাতে যোগাযোগ সম্ভব হলেও পুনের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কিছু বলতে রাজি হননি।

সাহারা পুনে ওয়ারিয়র্সের নেতৃত্ব দেবেন সৌরভ গাঙ্গুলী। যুবরাজ সিংয়ের অসুস্থতার জন্যই নেতৃত্ব কাঁধে চড়াতে পারছেন ভারতের সাবেক অধিনায়ক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার তামিমের নিলাম মূল্য ছিলো ৫০ হাজার মার্কিন ডলার। পুনে ওয়ারিয়র্স থেকে ৫০ হাজার ডলারই দেওয়া হবে তাকে।

তামিমের আগে আইপিএলে খেলেছেন মোহাম্মদ আশরাফুল (মুম্বাই ইন্ডিয়ান্স), আব্দুর রজ্জাক (রায়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), মাশরাফি বিন মুর্তজা (কলকাতা নাইটরাইডার্স) ও সাকিব আল হাসান (কলকাতা নাইটরাইডার্স)। এবারই প্রথম আইপিএলে খেলবেন তামিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ