1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন

ঢাকা শহর রক্ষা বাঁধ অবৈধ দখলমুক্ত করার সুপারিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ৬৯ Time View

1053ঢাকা সমন্বিত বন্যা প্রতিরোধ বাঁধের দুই পাশের জায়গা মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনু্ষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

এছাড়া ঢাকা সমন্বিত বন্যা প্রতিরোধ প্রকল্পের পূর্বাংশের বেড়ি বাঁধের দু’ধারের অধিগ্রহণকৃত জমির প্রকৃত মালিকানা যাচাইয়ের সুপারিশও করেছে কমিটি।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটির সদস্য পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোছা. সেলিনা জাহান লিটা বৈঠকে অংশ নেন।

বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ এবং শূন্য পদগুলো দ্রুত নিয়োগের বিষয়ে জোরালো সুপারিশ করা হয়। এছাড়াও প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে উন্নত, আধুনিক ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ