1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

‘কমিউনিটি রেডিওকে টেকসই করতে নীতিমালা সংশোধন হবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ১৯২ Time View
1449673593তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘কমিউনিটি রেডিওকে আর্থিক ও প্রযুক্তিগতভাবে টেকসই করতে নীতিমালা সংশোধন করা হবে।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে কমিউনিটি রেডিও’র ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিসিআরএ-এর সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় যাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজুর রহমান, পিকেএসএফ’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল কাদের, বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান ও ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী।
তথ্যমন্ত্রী বলেন, ‘কমিউনিটি রেডিও টেকসই উন্নয়নে ভূমিকা রাখে। কিন্তু নিজেই টেকসই নয়। চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিটি রেডিওকে আর্থিক ও প্রযুক্তিগতভাবে টেকসই করা।’ তিনি বলেন, আর্থিকভাবে সক্ষম করতে নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। এ জন্য আসছে নতুন বছরে একটি সুখবর আসবে বলে আশা রাখি।

খবর বাসসের।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ