1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পঙ্কজ শরণ ও নেপাল রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৯১ Time View
641পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের বিদায়ী রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠা মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত শ্রেষ্ঠার মাধ্যমে নেপাল সরকারকে বিবিআইএন-এর অধীনে মোটর ভেহিকল এগ্রিম্যান্ট দ্রুত অনুসমর্থনের অনুরোধ জানান। এ প্রেক্ষিতে বিদায়ী রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে নেপাল সরকার গৃহীত অনুসমর্থন সম্পর্কিত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সাক্ষাতের অব্যবহিত পরই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাই-কমিশনার পংকজ শরণ। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ও হাই-কমিশনারের মধ্যে ভিসা সহজীকরণসহ দ্বিপাক্ষিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। সীমান্ত চুক্তিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অন্যান্য বিষয়াদি মীমাংসার ব্যাপারে প্রসংশনীয় ভূমিকা পালনের জন্য পংকজ শরণকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী নেপালের রাষ্ট্রদূত ও ভারতের হাই-কমিশনার ঢাকায় তাদের কর্মকালে বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের সম্পর্ক জোরদার ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য অভিনন্দন জানান। দু’দেশের বিদায়ী রাষ্ট্রদূত ও হাই-কমিশনারও তাদের কর্মকালে বাংলাদেশের পক্ষ হতে সকল প্রকার সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ