1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

গৃহশ্রমিকদের জন্য নীতিমালা আসছে ডিসেম্বরে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ৮৭ Time View

325শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার গৃহশ্রমিকদের জন্য নীতিমালা তৈরি করেছে। আর এ নীতিমালা আগামী ডিসেম্বরের মধ্যেই অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদে উঠবে। রোববার সকালে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে নির্মাণ শ্রমিকদের মধ্যে গোষ্ঠী বীমার চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মালিক-শ্রমিকদের সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারলে উৎপাদন আরও বাড়বে, শক্তিশালী হবে দেশের অর্থনীতি। আগামী তিন বছরে বাংলাদেশ তৈরি পোশাক রফতানিতে বিশ্বে প্রথম অবস্থানে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিছুজ্জামান, কিশোরগঞ্জ সদর সার্কেলের এএসপি খন্দকার ফজলে রাব্বি, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লুৎফুল আরেফিন গোলাপ, শ্রমিক কল্যাণ অধিদফতরের উপ-মহাপরিদর্শক খুর্শেদ আলম, গোষ্ঠী বীমার সমন্বয়কারী এবি সিদ্দিক মিন্টু, জেলা শ্রমিক লীগের সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, নির্মাণ শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নূরুল হক প্রমুখ।

পরে শ্রমিকদের হাতে গোষ্ঠী বীমার চেক তুলে দেন প্রদিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ