1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

সরকারি লোকদের শেয়ার কেনা নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্রে বিল পাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মার্চ, ২০১২
  • ৮৮ Time View

দায়িত্বপালনকালে সংগৃহিত তথ্যের ভিত্তিতে আইনপ্রণেতাদের পুঁজিবাজারে শেয়ার কেনা-বেচা নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র সিনেট। জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের নৈতিক অবস্থান আরো শক্তিশালী করার লক্ষ্যেই এ আইন করা হচ্ছে বলে জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে বিলটি নিয়ে সিনেটে তুমুল আলোচনার পর গত বৃহস্পতিবার ৯৬-৩ ভোটে পাস হয়। এখন প্রেসিডেন্ট বারাক ওবামা এতে সই করলেই তা আইনে পরিণত হবে।

পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি পাস হয় গত মাসে ৪১৭-২ ভোটে।

জানা গেছে, এ আইন শুধু সরকারের নির্বাচিত কর্মকর্তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে না বরং ভেতরের খবর জানা আছে কংগ্রেসে এবং হোয়াইট হাউসেরে এমন স্টাফদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।

সেই সঙ্গে কোনো নির্বাচিত কর্মকর্তা (জনপ্রতিনিধি) ৯০ দিনের মধ্যে শেয়ারবাজারে এক হাজার ডলারের বেশি লেনদেন করলে সে ব্যাপারে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য এবং প্রশাসনের লোকেরা করপোরেট কোম্পানিগুলোর নির্বাহীদের কাছ থেকে মাঝে মাঝেই ব্যক্তিগতভাবে বিস্তারিত বিবরণী পেয়ে থাকেন।

প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি বছরের প্রথম দিকে স্টেট অব ইউনিয়ন ভাষণে এই ধরনের আইন করার আহ্বান জানিয়েছিলেন। সিনেটে বিলটি পাস হওয়ায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি এবং এতে সই করার অঙ্গীকার করেছেন।

এর আগে এক মতামত জরিপে দেখা যায়, বেশিরভাগ আমেরিকান মানতে নারাজ যে, কংগ্রেস তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছে। এর পরই ওবামা আইনপ্রণেতাদের এ ব্যাপারে কাজ করতে বলেন এবং ফলশ্রুতিতে ওই বিলটি কংগ্রেসে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ