1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

পাঠ্যপুস্তককে ডিজিটাল ভার্সন করার কাজ শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১৫৪ Time View

75প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক ডিজিটাল ভার্সনে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশে ডিজিটাল শিক্ষাব্যবস্থাকে সুসংহত করতে ডেভেলপিং ইন্টার-একটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল ভার্সন অব প্রাইমারি এডুকেশন কন্টেন্ট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ লক্ষ্যে আইসিটি বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে সরকারের বেশ কিছু উন্নয়ন পরিকল্পনায় কাজ করে যাচ্ছে।

প্রাথমিক স্তরের উল্লেখযোগ্য সংখ্যক পাঠ্যপুস্তককে ডিজিটাল ভার্সনে রূপান্তরের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আরো অর্থবহ করতে সোমবার দুপুর তিনটায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে ডিজিটাল কন্টেন্ট উপস্থাপনা’র আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ডেভেলপিং ইন্টার-একটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল ভার্সন অব প্রাইমারি এডুকেশন কন্টেন্ট কর্মসূচির আওতায় “ডিজিটাল কন্টেন্ট উপস্থাপনা” অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ