1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

কলকাতা চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ২০৫ Time View

২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ। উৎসবের শেষ দিনে আজ 18মহিলা পরিচালকদের ১৪টি বাছাই করা ছবির মধ্য থেকে জুরিদের বিচারে সেরা ছবি বাছাই করে নেয়া হবে। সেইসঙ্গে বাছাই করা হবে সেরা মহিলা পরিচালককে। সেরাদের হাতে স্বর্ণব্যাঘ্র ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু ও শ্রীদেবী। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে টলিউডের প্রায় সব তারকাই উপস্থিত থাকবেন। থাকবেন শ্রীদেবীর স্বামী বণি কাপুরও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত থাকবেন। অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নেতৃত্বে দেশী-বিদেশী প্রতিনিধিদের নিয়ে গঠিত জুরি বোর্ড সেরা মহিলা পরিচালক এবং সেরা ছবি (মহিলাদের পরিচালিত) নির্ধারণ করবেন। এছাড়া এবারই প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবির জন্য দেয়া হবে পুরস্কার। নেটপ্যাক ছবির জন্য প্রতিবছরের মতো রয়েছে পুরস্কার। এবারের উৎসবে ৬১টি দেশের ১৩৭ জন পরিচালকের ১৪৯টি ছবি প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ছিল বাংলাদেশের ২টি পূর্ণাঙ্গ ও একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি। হলিউডের পুরনো দিনের জনপ্রিয় ছবি ‘বেনহুর’, ‘ক্যাসাব্লাঙ্কা’র মতো ছবিও দেখার সুযোগ হয়েছে। ইরানের বন্দি পরিচালক পানাহির সর্বশেষ ছবি ‘ট্যাক্সি’ কলকাতার দর্শকদের মুগ্ধ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ