1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

সোনম কাপুরের বৃহস্পতি তুঙ্গে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ২১৭ Time View

অনিল কাপুর কন্যা সোনম কাপুর ক্যারিয়ারের শুরু থেকেই যে ছবিগুলোয় অভিনয় 21করেছেন, সে সবক’টির মাধ্যমে প্রশংসিত হয়েছেন। অভিনয় ও পারফরমেন্সের দিক দিয়ে চলতি প্রজন্মের মধ্যে অন্যতম অভিনেত্রী হিসেবে ধরা হয় তাকে। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, বলিউডের ফ্যাশন আইকন তকমাও তার নামের পাশে জুড়ে গেছে। তবে চলতি বছরের নভেম্বরে এসে সর্বোচ্চ সফলতা অর্জন করলেন সোনম। আর সেটা হলো সালমান খানের ‘প্রেম রতন ধান পায়ো’ ছবির মাধ্যমে। এ ছবিটি এরই মধ্যে ব্যবসা সফলতায় রেকর্ড গড়েছে। ধারণা করা হচ্ছে ছবিটি সালমানের আরেক ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ব্যবসা সফলতাকেও ছাড়িয়ে যাবে। সম্পূর্ণ সামাজিক ও পারিবারিক গল্প নিয়ে তৈরি ‘প্রেম রতন ধন পায়ো’ তে একজন রাজকুমারীর ভূমিকায়সোনম অভিনয় করেছেন। একেবারেই শালীন পোশাকে এ ছবিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এখানে সোনমের অসাধারণ অভিনয়, নাচ, সৌন্দর্য, পারফরমেন্স দর্শকদের নজর কেড়েছে। অনেকেই মনে করছেন এ ছবির জন্য চলতি বছর বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কারটিও বগলদাবা করবেন সোনম। সব মিলিয়ে ভাগ্যদেবী যেন ভর করেছে এখন সোনমের ওপর। তবে পুরস্কার প্রাপ্তি নিয়ে মাথা ঘামাচ্ছেন না অভিনেত্রী। সালমানকে নিজের ক্যারিয়ারের লাকি চার্ম হিসেবেই মনে করছেন। আর তাইতো এ ছবির পর সালমানকে স্বর্ণের মিশ্রণে একটি দামি ঘড়ি উপহার দিয়েছেন তিনি। এ উপহারের বক্সের মধ্যে লিখা ছিল ‘বন্ধুকে বন্ধুর ভালোবাসার উপহার’। সালমানও সোনমকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন। ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির সাফল্য প্রসঙ্গে সোনম কাপুর বলেন, আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম সালমানের সঙ্গে অভিনয় করতে। কারণ, আমি অনেক আগে থেকে তার ভক্ত। অবশেষে এ ছবির মাধ্যমে আমার ইচ্ছে পূরণ হয়েছে। সালমান ও আমার জুটি দর্শক খুব ভালোভাবে নিয়েছে। আমি মনে করি সালমান আমার লাকি চার্ম। আমি সামনেও তার সঙ্গে আরো ছবিতে অভিনয় করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ