ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরে একটি উপশহরে পুলিশের অভিযান চলার সময় সন্ত্রাসীদের
সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বুধবার সেন্ট ডেনিস এলাকায় এ ঘটনা ঘটে।
প্যারিস হামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারের হামলায় জড়িতরা সেন্ট ডেনিস এলাকায় অবস্থান করছে খবর পেয়ে বুধবার সকালে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে।
ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি জানিয়েছে, অভিযান পরিচালনার সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হামলাকারী নিহত, আহত অথবা গ্রেফতার হয়েছে কি না, সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হন। এতে ৪ শতাধিক মানুষ আহত হন। কথিত ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
হামলার সময় ৭ হামলাকারী নিহত হন। অপর দুইজন ঘটনার পর থেকে পলাতক বলে জানা গেছে।