আত্মঘাতী বোমা হামলায় নাইজেরিয়ায় অন্তত ৩২জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে
আরো ৮০ জন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইয়োলা শহরের একটি জনবহুল বাজারে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরা অনলাইনের।
এদিকে রেডক্রস ও ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) এ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে জিমেটা এলাকায় রাস্তার পাশের একটা ফলমুল ও শাক-সবজির বাজারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাজারে থাকা এক দোকানমালিক আলহাজি আহমেদ জানান, তিনি ঘটনার সময় দোকান থেকে সামান্য দূরে ছিলেন। তিনি ৫টি গাড়িতে ৩২টি মরদেহ তুলে দিতে সাহায্য করেছেন।
অন্যদিকে তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় প্রশাসন বলছে, ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।