সৌদি আরবে লোহিত সাগর উপকূলে প্রবল বৃষ্টিপাতে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। এতে
শিশুসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে বন্যায় সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইয়ানবু’তে ১১ বছরের এক শিশু ডুবে মারা গেছে। উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ হাই’ল’এ বন্যার পানির তোড়ে ভেসে মারা গেছে আরেক শিশু। খবরে এ শিশুর বয়স উল্লেখ করা হয়নি। তাছাড়া জেদ্দার উপকণ্ঠে তৃতীয় শিশুর মারা গেছে। তাছাড়া জেদ্দার ল্যাম্পপোস্টে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে আরো ২ ব্যক্তি। আর নিখোঁজ আরেক শিশুর জন্য তল্লাশি অব্যাহত রেখেছে হাই’ল’এর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
এদিকে লোহিত সাগর উপকূলীয় এলাকায় সৌদি স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় সৌদি জরুরি বিভাগ দেশটির নাগরিকদের ঘরের বাইরে যেতে নিষেধ করেছে।