বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক শুরু হচ্ছে আজ

বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক শুরু হচ্ছে আজ

বর্তমান সরকারের উন্নয়নের রূপকল্প ও বিষয়বস্তু এবং ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে সামনে 15রেখে আজ রবিবার থেকে রাজধানী ঢাকায় বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ- ২০১৫) এর দু’দিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে। এবারের বৈঠকে বাংলাদেশ তার উন্নয়ন কর্মসূচিতে সহযোগীদের অংশগ্রহণ আরও বৃদ্ধির ব্যাপারে বিশেষ গুরুত্ব দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠকের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। পক্ষান্তরে বৈঠকের শেষদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিএফ’র ফলাফল সম্পর্কে অবহিত করবেন। সর্বশেষ ‘বিডিএফ’ বৈঠক ২০১০ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি-২ সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন বলেন, টেকসই উন্নয়নকে সামনের দিয়ে এগিয়ে নেয়া এবং উদ্যোগ বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের আরও অংশগ্রহণের লক্ষ্যে সরকার এ বৈঠক আয়োজন করছে। তিনি বলেন, উন্নয়ন কর্মসূচি পরিচালনার লক্ষ্যে নিজেদের প্রয়োজনীয়তা সম্পর্কে উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থাগুলোকে অবহিত করবে।

Featured অর্থ বাণিজ্য