1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

আলিবাবার বিক্রি তার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ১৯৯ Time View

 চীনে অনলাইন কেনাবেচার জনপ্রিয় সাইট ‘আলিবাবা’ বলছে চীনে ‘সিঙ্গলস্ ডে’ উদযাপন উপলক্ষে তাদের সাইটে কেনাকাটার পরিমাণ তাদের আগের সব বিক্রির রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

ধারনা করা হচ্ছে সতের লক্ষ কুরিয়ার ৪ লক্ষ গাড়ি এবং ২০০টি বিমান এই সব পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেবে।sdgsdgds

এবছর চীনে সিঙ্গলস্ ডে উদযাপন উপলক্ষে বিশেষ কেনাকাটার ইভেন্ট শুরুর প্রায় বারো ঘণ্টার মধ্যে আলিবাবার আগের বছরের রেকর্ড ভেঙে গেছে।

চব্বিশ ঘণ্টার এই ইভেন্ট শুরুর প্রায় বারো ঘন্টার মধ্যেই এই সাইটে ক্রেতারা ৯.৩ বিলিয়ন ডলারের পণ্য কিনেছে। গত বছর এই দিনে তাদের মোট বিক্রির পরিমাণ ছিল ৯.৩ বিলিয়ন ডলার।

আলিবাবা জানিয়েছে মধ্যরাতে এই বিশেষ ইভেন্ট চালু করার পর প্রথম আট মিনিটেই বিক্রি হয়েছে এক বিলিয়ন ডলারের পণ্য।

আলিবাবা ”সিঙ্গলস্ ডে” হিসাবে ১১ই নভেম্বর দিনটি উদযাপন শুরু করেছিল ছয় বছর আগে।

এই তারিখে চারটি ‘১’ সংখ্যা থাকায় দিনটি একাকীদের জন্য উৎসর্গ করা হয়। একাকী যারা জীবন কাটান এই দিনে তাদের খরচ করার জন্য আলিবাবা বিশেষ মূল্যছাড় এবং অনলাইন ক্রেতা আকর্ষণ চালু করে।

যাদের প্রেমিক প্রেমিকা বা সঙ্গী সঙ্গিনী নেই তাদের জন্য ভ্যালেনটাইন্স ডে-র বিকল্প দিন হিসাবে ১১-১১-র যাত্রা শুরু হওয়ার পর থেকে প্রতিবছর এই দিনটি চীনে ক্রেতাদের জন্য কেনাকাটার একটি বিশেষ দিন হয়ে উঠেছে।

ধারনা করা হচ্ছে সতের লক্ষ কুরিয়ার ৪ লক্ষ গাড়ি এবং ২০০টি বিমান এই সব পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেবে।

আমেরিকায় সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার দিন হিসাবে চালু ”সাইবার মানডে”-র এ পর্যন্ত বিক্রির রেকর্ড ১.৩৫ বিলিয়ন।

অনেক বাজার বিশেষজ্ঞ বলছেন দিনটি চীনের ”পুঁজিবাদী ছুটির দিন”- আর দিনটি চীনের ক্রেতাদের কাছে নাটক, উত্তেজনা আর উৎসাহে ভরপুর একটি দিন।

”আমি দুটো ভিন্ন ডিজাইনের কোট কিনতে চেয়েছিলাম, কিন্তু প্রথম তিন মিনিটে সব বিক্রি শেষ,” মন্তব্য হতাশ এক তরুণী ক্রেতার।

”আমি রাতের মধ্যেই সব অর্থ শেষ করে ফেলেছি- এবার খিদে পেলে ধুলো খেয়ে থাকতে হবে- আমার পকেট খালি,” বলছেন আরেক তরুণী।

বেইজিং থেকে বিবিসির সংবাদদাতা বলছেন এই বিপুল পরিমাণ অর্থব্যয় দেখে এটা ধরে নেওয়া ভুল হবে যে চীনের অর্থনীতি দারুণ অবস্থায়।

আসলে অনেক ক্রেতা কমখরচে বাজার করার আশায় ”সিঙ্গলস্ ডে”-র অপেক্ষায় বসে থাকেন। তাই এই সময় কেনার এই হিড়িক।

চীনে অনলাইন কেনাকাটার জন্য মোবাইলের ব্যবহার বাড়ছে। আলিবাবা বলছে প্রথম এক ঘন্টায় দুই কোটি ৭০ লাখ পণ্য কেনা হয়েছে মোবাইল অর্ডারের মাধ্যমে।

চীনের অনলাইন বাজারের আশি শতাংশের বেশি কেনাকাটা হয় আলিবাবা সাইটে।-বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ