1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

প্রথমবারের মতো ঢাকায় আজ হোম ফেস্ট এক্সপো শুরু হচ্ছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ১৯৮ Time View

বাংলাদেশে প্রথমবারের মতো আজ শুক্রবার শুরু হচ্ছে হোম ডেকোরেশন। এক্সপো উইন্ডমিল 7আয়োজিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশায় দুদিনব্যাপি এই মেলা শুরু হবে আজ। শেষ হবে ৭ নভেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। হোম ফেস্ট ঢাকা- ২০১৫-এ তিনটি বিভাগে ১৭টি মডেল রুম প্রদর্শনী করা হবে। যা ইন্টেরিয়র ডিজাইনের নানা উপাদান দিয়ে সাজানো থাকবে। এ আয়োজরে সঙ্গে থাকছে ব্র্যাক ব্যাংক, সুপার স্টার গ্রুপ (এসএসজি), আড়ং, বার্জার, এাম্বার বোর্ড, আকতার ফার্নিচার ও টাপারওয়্যারসহ দেশের অন্যান্য স্বনামধন্য ব্র্যান্ড। হোম ফেস্টে সকলের স্টল থাকবে। যেখানে তারা তাদের নানা পণ্য ও সেবার দিক তুলে ধরে এবং ক্রেতাদের কেনাকাটায় নানা রকম সুবিধা প্রদান করবে।
ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতার মাধ্যমে, ৫ জন এক্সপার্ট জাজের নির্বাচনে বাংলাদেশের সৃজনশীল তরুণ ইন্টেরিয়র ডিজাইনারদের খুঁজে বের করা হয়। তাদের চূড়ান্ত নকশার আদলেই বানানো হবে বিভিন্ন সাইজ ও ডিজাইনের বেড রুম, ড্রইং রুম, ডাইনিং রুম, চিকেন রুম, কিডজ রুম ও বাথরুম। সেরা ডিজাইনার পাবেন নগদ ৩ লাখ টাকা পুরস্কার।
হোম ফেস্ট ঢাকা ২০১৫ নিয়ে উইন্ডমিল এ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান তানিম বলেন, ইন্টেরিয়র ডিজাইনের প্রয়োজনীয় বিভিন্ন অনুষঙ্গ খুঁজে পেতে আমাদের বিভিন্ন স্থানে যেতে হয়। তাই সবাইকে একসঙ্গে এক জায়গায় নিয়ে আসার জন্যই আমাদের এই আয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ