1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

নাট্যব্যক্তিত্ব আলী যাকের এর জন্মদিন আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ২১৮ Time View

বাংলাদেশের নাট্যাঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্ব আলী যাকের এর আজ জন্মদিন। ১৯৪৪ সালের 13এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আলী যাকের। আজ ৭১ বয়সে পা রাখলেন তিনি। একজন অভিনেতার বাইরে নির্দেশনা ও প্রযোজনায়ও ব্যাপক খ্যাতি রয়েছে আলী যাকেরের। এর পাশাপাশি এদেশের বড় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক গ্রুপের কর্ণধারও তিনি। ১৯৭২ সালে আলী যাকের আরণ্যক নাট্যদলের হয়ে মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকে প্রথম অভিনয় করেন। যার প্রথম প্রদর্শনী হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। ১৯৭২ সালের জুন মাসের দিকে আতাউর রহমান ও জিয়া হায়দারের আহ্বানে নাগরিক নাট্যসমপ্রদায়ে যোগ দেন তিনি। ওই দলে তিনি আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকে প্রথম অভিনয় করেন। যার প্রথম মঞ্চায়ন হয়েছিল ওয়াপদা মিলনায়তনে। ১৯৭৩ সালে নাগরিক নাট্যসমপ্রদায়ে তিনি প্রথম নির্দেশনা দেন বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটকে। নাগরিক নাট্যসমপ্রদায়ের জন্য বিশ্বখ্যাত বিদেশী নাটকের বাংলা রূপান্তর আর নাটক নির্দেশনা এসব কাজে আলী যাকের ব্যস্ত ছিলেন। ১৯৭৩ সালে ওই দলে যোগ দেন সারা যাকের, যাকে শুরুতে চোখেই পড়েনি আলী যাকেরের। একটি নাটকের প্রদর্শনীর আগের দিন একজন অভিনেত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেলে সারা যাকেরকে দেয়া হয় চরিত্রটিতে অভিনয় করতে। আলী যাকেরের ওপর দায়িত্ব পড়ে চরিত্রটির জন্য তাকে তৈরি করার। খুব দ্রুত চরিত্রটির সঙ্গে নিজেকে মানিয়ে নেন সারা যাকের। এই প্রতিভায় মুগ্ধ হয়ে যান আলী যাকের। ১৯৭৭ সালের এই ঘটনার রেশ ধরেই আলী যাকের আর সারা যাকেরের বিয়ে হয়। আলী যাকেরের উল্লেখযোগ্য নাটকগুলো হলো-‘কবর’, নির্দেশক-মানুনুর রশিদ। ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, নির্দেশক-আতাউর রহমান। ‘বাকী ইতিহাস’, নির্দেশক-আলী যাকের। ‘বিদগ্ধ রমণীকুল’ নির্দেশক-আলী যাকের। ‘তৈল সংকট’ নির্দেশক-আলী যাকের। ‘এই নিষিদ্ধ পল্লীতে’ নির্দেশক-আলী যাকের। ‘দেওয়ান গাজীর কিস্সা’ নির্দেশক আসাদুজ্জামান নূর। ‘সৎ মানুষের খোঁজে’ নির্দেশক-আলী যাকের। ‘অচলায়তন’ নির্দেশক-আলী যাকের। ‘কোপেনিকের ক্যাপ্টেন’ নির্দেশক-আলী যাকের। ‘ম্যাকবেথ’ নির্দেশক-ক্রিস্টোফার স্যানফোর্ড। ‘টেমপেষ্ট’ নির্দেশক-ডেবোয়া ওয়ারনার। ‘নুরল দীনের সারাজীবন’, নির্দেশক-আলী যাকের। ‘কবর দিয়ে দাও’ নির্দেশক-আতাউর রহমান এবং ‘গ্যালিলিও’-আতাউর রহমান। মঞ্চের পাশাপাশি টিভি নাটকেও দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন দীর্ঘ সময় ধরে। ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’. ‘পাথর সময়’ সহ অসংখ্য নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন এ অভিনেতা। আজ জন্মদিনে আলী যাকেরের জন্য দৈনিক মানবজমিন পরিবারের পক্ষ থেকে রইলো অনেক শুভ কামনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ