আবারও বাঁধন ও সাব্বির আহমেদ জুটিবদ্ধ হয়ে একটি নাটকে অভিনয় করলেন। সেলিম
রেজা সেন্টুর নির্দেশনায় নাটকটির নাম ‘কিছুক্ষণ’। নাটকটি রচনা করেছেন দেবল রায়। এর আগে বাঁধন ও সাব্বির আহমেদ আরও বেশ কটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। তবে দুজনেরই ভাষ্য ‘কিছুক্ষণ’ নাটকের গল্পটি একেবারেই অন্যরকম। প্রচলিত গল্প থেকে আলাদা এবং মৌলিক। গত শনিবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। পরিচালক সেলিম রেজা সেন্টু জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এর আগে বাঁধন ও সাব্বির আহমেদ জুয়েল মাহমুদের নির্দেশনায় ‘আকাশ মেঘে ঢাকা’ নাটকে প্রথম অভিনয় করেন। এরপর তারা দুজন আরও বেশ কিছু নাটকে অভিনয় করেন। এদিকে বাঁধন অভিনীত আরিফ খান পরিচালিত ‘দলছুট প্রজাপতি’ এনটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এছাড়া তার নতুন কাজ করা ধারাবাহিকের মধ্যে রয়েছে সাখাওয়াত মানিকের নির্দেশনায় ‘মেঘে ঢাকা শহর’। অন্যদিকে সাব্বির অভিনীত ‘তাহাদের যৌবনকাল’, ‘সাহেব বাবুর বৈঠকখানা’ ও ‘দূরত্ব’ নিয়মিতভাবে তিনটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। পাশাপাশি সাব্বির আহমেদ বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘কারণ তোমায় ভালোবাসি’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। এতে তার বিপরীতে আছেন বীথি রানী সরকার।