1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

বিমান সফলভাবে চলতি বছরের হজ্জ কার্যক্রম সমাপ্ত করেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ১৩৫ Time View

অন্যান্য বছরের মতো এবারও সফলভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি হজ্জ মৌসুমের সকল কার্যক্রম শেষ করতে সক্ষম হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর সর্বশেষ ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরনের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়। চলতি বছর মাসব্যাপী পরিচালিত হজ্জ পরবর্তী এ কার্যক্রমের আওতায় বিমান ১৪০টি ফ্লাইট Safasdfsdfপরিচালনা করে। যার মাধ্যমে ১১০টি ডেডিকেটেড ও ৩০টি নির্ধারিত ফ্লাইটে ৫১ হাজার ২৬৫ জন হাজী জেদ্দা-ঢাকা রুটে দেশে ফিরে আসেন। অবশিষ্ট হাজীগণ ক্রমান্বয়ে নিয়মিত ফ্লাইটের মাধ্যেমে দেশে ফিরেছেন।
গত ১৬ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ্জ অপারেশন-২০১৫-র কার্যক্রম শুরু হয় এবং এ প্রি-হজ্জ ফ্লাইট পরিচালনা কার্যক্রম ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলে। চলতি হজ্জ-মৌসুমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১১৯টি ডেডিকেটেড এবং ৩৩টি সিডিউল ফ্লাইটসহ ১৫২ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৫৪ হাজার ৮৪৫ জন হজ্জ-যাত্রী পবিত্র ভূমিতে পারাপার করে।
১৬ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘হজ্জ-ফ্লাইট কার্যক্রম- ২০১৫ শুরু হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিমান এ বছর নির্ধারিত হজ্জ-যাত্রীর অতিরিক্ত ৩ হাজার ৯৩৪ হজ্জ-যাত্রীসহ মোট ৫৪ হাজার ৮৪৫ জন হজ্জ-যাত্রী পরিবহন করে। এ বছর বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ৭ হাজার ২৯০ জন বাংলাদেশি হজ্জ-যাত্রী হজ্জব্রত পালনে পবিত্র ভূমি জেদ্দা গমন করেন। এরমধ্যে ২৭৪২ জন ব্যালটি হাজী অবশিষ্ট ১ লাখ ৪ হাজার ৫৪৮ জন নন-ব্যালটি হাজী ছিলেন। অন্যান্য বারের মত এবছরও বিমান চট্টগ্রাম-জেদ্দা পথে ১৬টি ফ্লাইট এবং সিলেট- জেদ্দা পথেও ৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ