1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

জন্মদিনে ঐশ্বর্য রাই বচ্চন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ২১৪ Time View

আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের ৪২তম জন্মদিন। 14১৯৭৩ সালের এই দিনে ভারতের কর্ণাটক রাজ্যের মাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। প্রতিবারই বেশ আয়োজন করে পালিত হয় ঐশ্বর্যের জন্মদিন। আজ ঐশ্বর্য নিজের জন্মদিনটি পালন করবেন শ্বশুরবাড়িতে, অর্থাৎ বচ্চন পরিবারের সঙ্গে। ইতিমধ্যে বচ্চনরা বেশ কিছু সারপ্রাইজ রেখেছেন ঐশ্বর্যের জন্য। রাত ১২টার সময় শ্বশুর অমিতাভ বচ্চন, শাশুড়ি জয়া, স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়ে কেক কেটে তার জন্মদিনের প্রথম পর্বটি শুরু করেন। এই কেক কাটার আনুষ্ঠানিকতা আজ সারাদিন চলবে কয়েক ধাপে। এদিকে ঐশ্বর্যকে স্বামী অভিষেক বচ্চন একটি ভিন্নধর্মী উপহার তার জন্মদিনে দিতে যাচ্ছেন। শ্বশুর অমিতাভও বিশেষ উপহার দেবেন পুত্রবধূকে। সব মিলিয়ে আজকের জন্মদিনটি বেশ স্মরণীয় হয়ে থাকবে ঐশ্বর্যের কাছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালে ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বসুন্দরী নির্বাচিত হন ঐশ্বর্য। ১৯৯৭ সালে তামিল ছবি ‘ইরুভার’-এ অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘অউর পেয়ার হোগেয়া’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তবে ১৯৯৯ সালে সালমানের বিপরীতে ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন ঐশ্বর্য। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিয়মিত একাধিক ছবিতে অভিনয় করে গেছেন। এসব ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে নিজেকে সাফল্যের সর্বোচ্চ শিখরে বসিয়েছেন এ অভিনেত্রী। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসারী হন তিনি। এখন তিনি আরাধ্য নামে একটি কন্যাসন্তানের মাও। সম্প্রতি দীর্ঘ সময় পর ‘জাজবা’ ছবির মাধ্যমে বলিউড ছবিতে আবারও প্রত্যাবর্তন ঘটেছে ঐশ্বর্য রাই বচ্চনের। ছবিটির মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিতও হয়েছেন এ শীর্ষ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ