1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

আজ থেকে নর্থ বেঙ্গল চিনিকলে চিনি উৎপাদন শুরু হচ্ছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ১৬২ Time View

নর্থ বেঙ্গল চিনিকল আজ শুক্রবার থেকে চিনি উৎপাদন শুরু হচ্ছে। এছাড়া নাটোর চিনিকলে 9আগামী ৬ নভেম্বর শুক্রবার চিনি উৎপাদনের জন্য আখমাড়াই শুরু হবে। নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম আব্দুল আজিজ জানান, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ শুক্রবার নর্থ বেঙ্গল সুগার মিলে মিলাদ মাহফিলের মাধ্যমে মিলের মাড়াই মৌসুম উদ্বোধন করবেন। দুটি চিনিকলে এবারের মাড়াই মৌসুমে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন আখমাড়াই করে ২৮ হাজার ৩০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নর্থ বেঙ্গল চিনিকল সূত্র জানায়, এবার ২৫ হাজার হেক্টর জমিতে আখ উৎপাদন হয়েছে। চিনিকলটি ১২০ মাড়াই দিবসে ২ লাখ ৪০ হাজার টন আখমাড়াই করে ১৯ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। এদিকে নাটোর চিনিকল এবার ৮০ মাড়াই দিবসে ১ লাখ ২০ হাজার টন আখ মাড়াই করে ৯ হাজার ৩০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আখতার হোসেন জানান, চলতি মৌসুমে চিনিকল এলাকায় ২ লাখ ৭৩ হাজার টন আখ উৎপাদিত হয়েছে।
নাটোর সদর আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল চিনিকলের মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট দুটি চিনিকলের মাড়াই কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বয়লার ফায়ারিং সম্পন্ন হয়েছে। চিনিকলের ইক্ষুক্রয় কেন্দ্রগুলোতে ওজন পরিমাপক যন্ত্র স্থাপনসহ আনুষঙ্গিক সকল কাজ শেষ পর্যায়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ